অযোধ্যার মন্দির নির্মানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মভিটের মাটি ব্যবহৃত হবে

অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির ভিত্তি প্রস্তর স্থাপনের অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় স্থানের মাটি ব্যবহার করা হয়েছে। দেশজুড়ে থাকা সমস্ত ভক্ত এবং সাধুসন্তদের ধর্মীয় স্থানের পবিত্র মাটি নিয়ে আসার জন্য অনুরোধ করা হয়েছিল। সেই মাটির মধ্যে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মভিটের মাটিও ব্যবহার করা হবে। সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অযোধ্যার মন্দির নির্মানের জন্য প্রধানমন্ত্রীর বাসভবনে মাটি ব্যবহার করা হবে।

বিশ্বহিন্দু পরিষদ বাটেশ্বর গ্রামের অটলবিহারী বাজপেয়ীর পৈত্রিক বাড়ি থেকে রাম মন্দিরের ভিত্তিপ্রস্তরের জন্য কলসি ভরে মাটি নিয়ে যাওয়া হয় অযোধ্যায়। বিশ্বহিন্দু পরিষদের আধিকারিক আশিষ আর্য জানিয়েছেন, আগ্রা ও মথুরা ছাড়াও প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ীর পৈতৃক গ্রামের ভিটের মাটি পাঠানো হয়েছে। বাড়ির ধ্বংসাবশেষ থেকে ধর্মীয় আচার মেনে মাটি সংগ্রহ করা হয়েছে। এই বিষয়ে বাজপেয়ীজির ভাগ্নে রাকেশ জানিয়েছেন, বাটেশ্বর বাসীদের কাছে এই বিষয়টি অত্যন্ত গর্বের। গ্রামের মাটি ঐতিহাসিক মন্দিরের একটি অংশ হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *