অভিনব প্রচেষ্টা শিলিগুড়িতে পায়ে পরে মাস্ক পরার আরজি

হুহু করে প্রতিদিন বারছে সংক্রমনের হার। করোনাকে লাগাম টানতে শিলিগুড়ি ব্যবসায়ী সংগঠন গুলো এ্ররি মধ্যে সিদ্ধান্ত নিয়েছে মাস্ক ছারা গ্রহকদের কোনো সামগ্রী বিক্রি করবে না বিক্রেতারা।পাশাপাশি শহরের বেশ কিছু বানিজ্যিক প্রতিষ্ঠান গুলো ‘মাস্ক ছারা কোনো পরিষেবা দেবেনা’ তা জানিয়ে দিলেন তারা ক্রেতাদের। তার মধ্যে শহর জুড়ে বেশ কিছু সেচ্ছাসেবী সংগঠন তাদের মত করে সচেতনতা গড়ে তুলতে চেষ্টা করছেন শিলিগুড়িবাসীদের মধ্যে। শুক্রবার শিলিগুড়ি বিধান মার্কেট ব্যাবসায়ী সংগঠন ও একটি সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শহরে বিধান মার্কেটে ক্রেতা ও বিক্রিতাদের সচেতনতা বার্তা দিতে এক শিবিরের আয়োজন করা হয়। এইদিন মাস্ক বিহিন ক্রেতা ও বিক্রিতাদের পায়ে পরে মাস্ক পরে বাড়ির বাইরে বার হওয়ার আহ্বান জানান। সংগঠনের দাবি পায়ে পরে মাস্ক বিহিন সকলকে সচেতন করতে এই অভিনব প্রচেষ্টার মাধ্যমে সকলের কাছে মাস্ক পরে রাস্তায় বার হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিধি মেনে চলুক সকলে এই আবেদন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *