বাড়ানো হলো ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে মহার্ঘ ভাতা নয়, বরং সরকারি কর্মীদের আরেকটি ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিল সরকার।

সম্প্রতি রাজ্য সরকারি কর্মীদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত একটি অফিশিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বলা হয়েছে, এবার একধাক্কায় ২৫% হারে রাজ্য সরকারি কর্মীদের একটি ভাতা বাড়ানো হচ্ছে। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে এই নয়া হার কার্যকর হবে বলে জানানো হয়েছে।

নির্দেশিকা অনুযায়ী, সংশোধিত বেতন কাঠামো অনুযায়ী ডিএ ৫০% হয়ে গেলেই সরকারি কর্মীদের সন্তানের পড়াশোনা সংক্রান্ত ভাতা ও হস্টেল সাবসিডি নিজে থেকেই ২৫% বৃদ্ধি পাবে। সেই অনুযায়ী হরিয়ানা সরকারের তরফ থেকে সেই রাজ্যের রাজ্য সরকারি কর্মীদের এই সংক্রান্ত ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে।