শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই সুখবর দিল রাজ্য সরকার। আমাদের রাজ্যের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। তবে, বাংলায় থাকা বিভিন্ন মন্দিরের সংরক্ষণের পাশাপাশি নির্মাণ এবং সংস্কারের জন্য বিপুল অর্থ খরচ করতে হচ্ছে রাজ্য সরকারকে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই কাজে এখনও পর্যন্ত মোট ৭০০ কোটি টাকা খরচ করা হয়েছে। যার মধ্যে কালীঘাটের মন্দির সংস্কার থেকে শুরু করে দিঘায় নতুন জগন্নাথ মন্দিরের নির্মাণ সবকিছুই যুক্ত রয়েছে। উল্লেখ্য, কালীঘাট মন্দির সংস্কারের কাজের কিছুটা দায়িত্ব মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স গোষ্ঠীর হাতে তুলে দিয়েছিল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী জানান, “আমরা সেখানে ১৬৫ কোটি টাকা খরচ করেছি। ওদের (রিলায়েন্স) খরচ হচ্ছে ৩৫ কোটি টাকা।” এমতাবস্থায়, পয়লা বৈশাখের আগেই কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ শেষ হবে বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী।