মুম্বই পুলিশের জালে ধরা পড়ল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটি। গতকাল পশ্চিম আন্ধেরি থেকে মুম্বই পুলিশের ‘অ্যান্টি এক্সটরশন সেল’ – এর হাতে ধরা পড়েন এই ব্যবসায়ী। জানা গেছে, তোলাবাজির অভিযোগে গ্রেফতার করেছে মুম্বই পুলিসের তোলাবাজ দমন শাখা।
সূত্রের খবর, ভারসোভা থানায় রিয়াজের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল। ভারসোভার এক স্থানীয় ব্যবসায়ী রিয়াজের বিরুদ্ধে অভিযোগ করেন যে,তাঁকে হুমকি দেওয়া হয়। সেই সঙ্গে ৩০ লক্ষ টাকার একটি গাড়ি ও নগদ ৭.৫ লক্ষ টাকা তাঁর থেকে চাওয়া হয় বলেও অভিযোগ।আরও জানা যায়,গ্রেফতারের পূর্বে মুম্বই পুলিশের তোলাবাজ দমন শাখা রিয়াজ ভাটিকে জিজ্ঞাসাবাদ করে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশ করা হবে।
উল্লেখ্য, এর আগে একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছিল দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ রিয়াজ ভাটিকে। পুলিশ সূত্রে খবর, জোর পূর্বক জমি দখল,গুলি চালানোর মতো একাধিক অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। ২০১৫ ও ২০২০, সালে জাল পাসপোর্ট ব্যবহার করে দেশ ছেড়ে বিদেশে পালানোর মাস্টারপ্ল্যান করেছিল বলেও ভাটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে।