সিপিএমের পুর কর্পোরেশন অভিযান ঘিরে ধুন্ধুমার। ভাঙল কর্পোরেশন ভবনের সামনের তালা। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ালেন নেতাকর্মীরা। উত্তেজনা শিলিগুড়িতে।
শিলিগুড়ি পুর কর্পোরেশনে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে শুক্রবার দার্জিলিং জেলা সিপিএম কর্পোরেশন অভিযান শুরু করে। শিলিগুড়ির হিলকার্ট রোড-এর অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল করে কর্পোরেশনের সামনে এগিয়ে চলে মিছিল। ঠিক সেখানেই পুলিশি বাধায় আটকে যায় মিছিল। শুরু হয় ধস্তাধস্তি। টানাটানিতে ভেঙে যায় ব্যারিকেড। গেট আটকে দেওয়া হয় কর্পোরেশনের। সেই গেটের লক ভেঙে ঢুকে পড়ে মিছিল। এর পর কর্পোরেশনের সামনে বসে পড়েন সিপিএম নেতাকর্মীরা।
শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, কর্পোরেশনের তরফে যে প্রতিশ্রুতি দেওয়া হয়, তার কোনওটাই হয়নি। তাঁর কথায়, ‘‘পানীয় জল সরবরাহ থেকে রাস্তাকে যানজট মুক্ত করা, সবেতেই ব্যর্থ এই বোর্ড। শহরবাসী ন্যূনতম পরিষেবা থেকে ব্রাত্য। সেই কারণে আমাদের এই কর্পোরেশন অভিযান।’’ তিনি আরও বলেন, ‘‘আমি আশা করিনি যে, এত মানুষ এই মিছিলে আসবেন। কিন্তু কর্পোরেশনের ওপর অতিষ্ঠ হয়ে মানুষ মিছিলে যোগদান করছেন।’’